বিউবো এবং হারবিন ও সিসিসিই’র যৌথ উদ্যোগের মধ্যে লং-টার্ম সার্ভিসেস এগ্রিমেন্ট স্বাক্ষর
বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট (৩য় ইউনিট) কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং হারবিন ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (এইচইআই) ও সিসিসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর যৌথ উদ্যোগের মধ্যে ১২ জুন বিদ্যুৎ ভবনের চেয়ারম্যান দপ্তরের সভাকক্ষে লং-টার্ম সার্ভিসেস এগ্রিমেন্ট (এলটিএসএ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিউবো’র সদস্য প্রশাসন মোঃ সাঈদ কুতুব, সদস্য উৎপাদন মোঃ আশরাফুল ইসলাম, সদস্য কোম্পানি এ্যাফেয়ার্স দেওয়ান সামিনা বানু, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এলটিএসএ তে বিউবো’র পক্ষে বোর্ড সচিব মোহাম্মদ সেলিম রেজা ও হারবিন ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর সাইট ম্যানেজার মিজ ঝেং ওয়েই (Ms. Zhang Wei) স্বাক্ষর করেন।
কপিরাইট © 2022 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়