Share this

ঘূর্ণিঝড় "রেমাল"র প্রভাবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষয়-ক্ষতি ও পুনর্বাসনের হালনাগাদ তথ্য

৩০.০৫.২০২৪

২৭.০৫.২০২৪ তারিখের ঘূর্ণিঝড় "রেমাল এর প্রভাবে দেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও  ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-কর্তৃক বিপুল পরিমাণ জনবলসহ ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠানোর অদম্য চেস্টা চলমান রয়েছে। অদ্য দুপুর ১২টা পর্যন্ত গৃহীত কার্যক্রমের হালনাগাদ তথ্য নিরুপণ করা হলো-
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)'র বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩,০৩,০৯,৭০২ (তিন কোটি তিন লক্ষ নয় হাজার সাতশত দুই) রিকভারির  পরিমান- ২,৯৩,৮৭,২০৭ (৯৭%) (দুই কোটি তিরানব্বই লক্ষ সাতাশি হাজার দুইশত সাত)  রিকভারি অবশিষ্ট- ৯,২২,৪৯৫ (৩%) (নয় লক্ষ বাইশ হাজার চারশত পঁচানব্বই), ৩৩ কেভি ফিডার- ক্ষতি-৭৬৬   রিকভারী-৭৬৬ রিকভারী অবশিষ্ট- ০, ৩৩/১১ কেভি উপকেন্দ্র ক্ষতি ১১০৫ রিকভারী- ১১০৪ রিকভারী অবশিষ্ট-১, ১১ কেভি ফিডার- ক্ষতি ৬২৩৫ রিকভারী- ৬১৪৫ রিকভারী অবশিষ্ট- ৯০, বৈদ্যুতিক খুটি- ক্ষতি ৩৮৩৩ রিকভারী- ৩৬১০ রিকভারী অবশিষ্ট- ২২৩,বিতরণ ট্রান্সফরমার ক্ষতি- ২৮১৮ রিকভারী- ২৬৫৩ রিকভারী অবশিষ্ট- ১৬৫,  তার ছেড়া স্প্যান (কিঃমিঃ)- ৩০৫৬ রিকভারী- ২৮৬৬ রিকভারী অবশিষ্ট- ১৯০, ইন্সুলেটর ক্ষতি ২৪২৫৮ রিকভারী- ২৩৯১৬ রিকভারী অবশিষ্ট- ৩৪২,মিটার ক্ষতি ৫৯৩৯৯ রিকভারী- ৫৪৭১৯ রিকভারী অবশিষ্ট- ৪৬৮০। প্রাথমিক তথ্যানুসারে ১০৩.৩৩ কোটি (একশত  তিন কোটি তেত্রিশ লক্ষ) টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।  উল্লেখ্য যে, সমিতি, আরইবি -এর  ঠিকাদার ও জনবলসহ  ২১ হাজারের অধিক জনবল মাঠে কাজ করছে। আজ সন্ধ্যা নাগাদ ৯৯% গ্রাহককে সংযোগ দেয়া সম্ভব হবে। বাকী ১% গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার প্রত্যন্ত অঞ্চলের বাড়ী বাড়ী গিয়ে কাজ করতে হবে। চ্যালেঞ্চ মোকাবেলায় যথাসম্ভব দ্রুততার সাথে সংযোগের ব্যবস্থা নেয়া হবে।

 


ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র মোট গ্রাহক সংখ্যা-১৫,৪৮,১৫৪ (পনের লক্ষ চুয়ান্ন হাজার একশ চুয়ান্ন), বর্তমান বিদ্যুতায়িত গ্রাহক সংখ্যা-১৫, ৪৮,১৫৪, রিকভারী অবশিষ্ট-০। অর্থাৎ ইতোমধ্যে বৈদ্যুতিক লাইন মেরামত করে শতভাগ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ নিশ্চত করা হয়েছে।