Share this

তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, পি এইচ ডি

মাননীয় উপদেষ্টা
মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী)

 

জন্ম: সিলেট, ১১ জানুয়ারি, ১৯৪৫
পিতা: মরহুম সাখাওয়াৎ আলী চৌধুরী
মাতা: মরহুমা সুফিয়া চৌধুরী
ভাই- বোন: ৫ ভাই ২বোন
স্ত্রী: বেগম আসমা তৌফিক, পল্লী কবি জসিম উদ্দিনের বড় মেয়ে
সন্তান-সন্ততি:
১. বুশরা তৌফিক চৌধুরী,স্বামী: মনোয়ার ছহুল, পিএইচডি স্টুডেন্ট, ইউএসএ
২. মেহনাজ তৌফিক চৌধুরী, এমআইটি স্লন ইউএসএ থেকে এমবিএ স্বামী: আহমেদ সাদমান যথাক্রমে ইউএসএ এবং ইউকে- তে কর্মরত।

শিক্ষা:
মেট্রিক: বরিশাল জিলা স্কুল
আইএসসি: ঢাকা কলেজ
বি.এ সম্মান: অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়
এম. এ: অর্থনীতি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর ডিপ্লোমা: লিড্স বিশ্ববিদ্যালয়, ইউকে
পিএইচডি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউএসএ

চাকরি : লেকচারার, ঢাকা বিশ্ববিদ্যালয় সিভিল সার্ভিস অব পাকিস্তান(সিএসপি) কর্মকর্তা হিসাবে যোগদান। বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসাবে কাজ করে ২০০২ সালে চাকরি থেকে অবসর গ্রহণ।

মুক্তিযুদ্ধ: ১৯৭১ সালে মেহেরপুুররর মহকুমা প্রশাসক হিসাবে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগদান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদান সাব-সেক্টর কমান্ডার হিসাবে নিয়োগপ্রাপ্ত ঐতিহাসিক মুজিব নগর সরকারের ১ম বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজক এবং সমন্বয়ক। মুক্তিযুদ্ধে বীরোত্তের জন্য বীর বিক্রম খেতাব অর্জন। তাঁর বই এবং আর্টিকেলসসমূহ দেশ এবং বিদেশের রেপুটেড জার্নালে প্রকাশিত হয়েছে।

অন্যান্য: টিচিং ফেলো: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউএসএ ভিজিটিং ফেলো: ইয়েল বিশ্ববিদ্যালয়, ইউকেবর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসাবে কর্মরত।

মন্ত্রনালয় সম্পর্কিত

Image

মাননীয় প্রতিমন্ত্রী

নসরুল হামিদ,এম,পি

বিস্তারিত পড়ুন
Image

মাননীয় উপদেষ্টা

তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, পি এইচ ডি

বিস্তারিত পড়ুন